কবিতায় শ্রীতমা দেবনাথ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তোমার আলোকবর্ষ
একলা সময় তীরে ফেরা পাখি,
তোমার আঙিনা হতে।
অপলক ক্ষণ শুধু লেলিহান,
দিয়ে যায় সাড়া বড্ড সন্তর্পণে।
আমার আলো হারিয়েছে বুঝি,
তোমার আলোকবর্ষ মাঝে।
বুকের ইচ্ছে ঠোঁটের উষ্ণতায়,
লুকিয়ে বাঁচতে চায়।
কোথাও যেন ঝরা পাতা হারায় শাখা,
নিঃশব্দে বৃক্ষের আবডালে।
তবু যেন অবুঝ মন ভুলে যায়,
তোমার নিবিড় আচ্ছাদনে।
দূরে ঠেলে দিলে দূরত্ব বাড়ে,
অবহেলা টুকু নিথর ঘূর্ণিপাকে।
প্রেম যখন অপ্রেমে আশ্রয়,
নিভছে দিবা রাত্রি।
ভালো বাসা জড়ানো অনুরাগ শুধু,
অভিমানে র চির যাত্রী।
নিঠুর বিকেল অনাবৃত দ্বারে,
বারে বারে কড়া নাড়ে।
তোমার আমার বিচ্ছেদ টুকু,
মরিচীকায় ডুবে মরে।