কবিতায় শ্যামলকান্তি দাশ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

প্রসিদ্ধ কবি, গদ্যকার, শিশু সাহিত্যিক। কবিসম্মেলন পত্রিকার সম্পাদক।
শিহরণ
দরজায় তিনবার আছাড় খেলাম, আর
মাথা গোল হয়ে ঘুরতে লাগল,
শূন্যে-
এই ঘরে এত যে ঘূর্ণন আছে,
নিশীথরাতের অট্টহাসি লুকিয়ে আছে,
কে জানত!
অসময়ে কান্না নয়, দেহমনের খাঁজে খাঁজে
খানিকটা শিহরণ ফুটে উঠল!
গুপ্তহত্যা
শেষ হয়েছে গুপ্তহত্যা
চাদরে মুখ ঢাকা দিয়ে
বাড়ি ফিরে এলাম
ওই পুলিশ, ওই টিকটিকি……
তুমি আমাকে এবার
নেবে কিনা বল
নইলে আবার আমি
হত্যার পিছনে পিছনে দৌড়ব
পিছল রাস্তা, শ্যাওলা সমাকীর্ণ
পুকুর ঘাট, ওই টিকটিকি, ওই টিকটিকি,
তুমি আমার অস্ত্র চিনতেই ভুলে যাবে।