কবিতায় শীতল বিশ্বাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

ভালোবাসার জায়গা অনেক, মূলত কবিতা, তবে নড়চড় হয় গল্প, ভ্রমণ কথা ইত্যাদিতে,আমি শীতল বিশ্বাস, বাঁকুড়া সদরে থাকি,ঠিকানা-শ্রীনগর পল্লী, কেন্দুয়াডিহি ।
হা হতোস্মি —
ক্রীড়া ক্ষেত্র থেকে ডেকে নিয়েছি মন,
গোধূলি বারান্দায় খুনসুটি দেখছি রোদের,
সূর্য নিভে গেছে বলেই কনে দেখছে আলো,
প্রায় প্রতিটি গৌরবের অহংকার রং মাখে
রাতের,বেলা থাকতে যে কোনো সময়
সূর্য স্তব সম্ভব, নিড়ানের সময়
রাত পাহারা দিতে হবে খদ্যোৎ চোখে,
প্রত্যেক হা হতোস্মি চন্দ্র চিহ্নে সাজিয়ে
নেবে হৃদয়ের আপন ঐশ্বর্য