ভূবনডাঙা তোমায় বলছি আজ মন খুলে যেদিন আমি থাকবো না আর যাবে কী আমায় ভুলে? গতিশীল জীবন জানি নয় চিরন্তন তাই তো তোমার সাথে আজ ক্ষণিকের মৌন আলাপন। আমি তো থাকবো তোমাতেই মিশে। আমার পরশ খুঁজবে হয়তো কোনো স্বজন আমায় অকৃত্রিম ভালোবেসে। আমি রইবো মিশে তোমার প্রবহমাণ বাতাসে।
তুমি ভালো থেকো ভূবনডাঙা
এখানে তেমন করে আমায় কেউ চেনে না
কাকে বলে যাব না বলা সবষকথা?
কাকে দিয়ে যাব আমার শেষ না হওয়া
মলিন কর্মপুরের ক্ষয়িষ্ণু ঠিকানা ?
তুমি ভালো থেকো ভূবনডাঙা।
নীলে নীলে সবুজে সবুজে তুমি ভরাট থেকো
রাজকন্যার নূপুরের মতো চঞ্চল উচ্ছল
নদীকে সঙ্গে রেখো।
মেঘেদের পক্ষীরাজ উড়ে দিতে যেও অবাধে
দুহাত ভরে নিও তোমার সুজনের সামান্য দান
যদি সে কখনও তোমায় ভালোবেসে সাধে।
প্রাণ ভরে শুনে যেও পাখিদের গান
যত গভীর সুপ্তির ছায়া নেমে আসুক না কেন
তোমার সাথে মিশে থেকেই হবে
আমার পূর্ণ স্নান ।
তুমি ভালো থেকো ভূবনডাঙা
তাহলেই ভালো থাকবো আমি।
ভালো থেকো আমার অতি প্রিয় স্বজনের
স্নেহের বাসভূমি।