কবিতায় রিমলি বিশ্বাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
জিয়া নস্টাল
হাতের মুঠোয় বৈকালিকী কাপে
একটা চুমুক আমার জন্যে রেখো
গোধূলি যেমন এমনি এমনি ফুরায়
উষ্ণতারাও তেমনই, তুমি দেখো
ভাবছি আমিও আর কতটা বাকি
আর ক’ধাপে পৌঁছোবো শেষ সিঁড়ি
যদিও এমন ভাবতে খারাপ লাগে
‘শেষ’ কথাটাই বড্ড বিচ্ছিরি!
বরং ভাবি তোমায় মুক্তি দিলাম
উড়ছো তুমি নরম পালক গায়ে
নুপুর আমার শিকল হতে হতে
আর বাজে না লেপ্টে থাকে পায়ে
তারপরেও বিষন্ন চেয়ে থাকায়
চোখের পাতা মুছতে আসে সিলিং
নিয়ন আলো থিতিয়ে পড়ার রাতে
প্রাক্তন এক নস্টালজিক ফিলিং!