কবিতায় রতন বসাক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
পেটুক
অমল বাবু মানুষ ভালো
বড্ড বেশি পেটুক,
খুশি মনে খেতে থাকেন
পাতে পড়ে যেটুক ।
চেটে পুটে খাবেন সবই
যা-যা থাকে পাতে,
খেতে-খেতে মাছি তারাণ
গামছা নিয়ে হাতে ।
কথায়-কথায় বলেন তিনি
ভালো লাগে খেতে,
খাবার জন্য কষ্ট করেও
দূরে পারেন যেতে ।
কোনো অনুষ্ঠানে যদি
থাকে ভালো খাবার,
যতই বাধা থাক না কেনো
চেষ্টা করেন যাবার ।
খাবার খেতে অমল বাবু
ভীষণ ভালোবাসেন,
ভরা পেটে যাবার সময়
মুখটি চেপে হাসেন ।
ঘরের খাবার সময় তিনি
অল্প করে খাবেন,
অনুষ্ঠানে ডাকটি পেলেই
দৌঁড়ে-দৌঁড়ে যাবেন ।