কবিতায় মৌ সেন
সন্ধান জারি আছে
খুঁজতে খুঁজতে কোনদিন ঠিক পেয়ে যাব সবথেকে কোমল শব্দটা ।
আরও দীর্ঘ করে দেব শব্দকোষ ।
খুঁজতে খুঁজতে কোনদিন ঠিক পেয়ে যাব সূর্যের দিকে যাবার পথের সন্ধান । পাড়ি দেব সশরীরে ।
এমনি ভাবেই কোনদিন ঠিক পেয়ে যাব যাবতীয় ঘৃণা ধুয়ে ফেলার সঠিক ডিটারজেন্ট । এনে দেব মা কে।
পেয়ে যাব লুকনো সেই সব ধানের গোলা আর না খেতে পাওয়া ভিখারি শাবকদের থালার মাঝের পাঁচিলটা ।
ধাঁধা লিখে নয়, সপাটে বলে দেব মুখের ওপর।
খুঁজতে খুঁজতে কোনদিন ঠিক পেয়ে যাব পৃথিবীর শীতল আর অন্ধকারতম মনের ঠিকানা ।
পৃথিবীর কোন লড়াই রক্তপাতহীন হয়নি আজ অবধি , এক্ষেত্রেও অন্যথা হবে না ।