কবিতায় মৃগাঙ্ক চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
এলিজি
বুকের ভেতর ছড়িয়ে থাকা মেঘ,
আলুথালু চুলের গোছে ক্লিপ,
চোখের কোণে রহস্য রঙ আঁকা,
ছোট্টো মতোন হাল্কা রঙের টিপ।
শান্ত হাসি অশান্ত রাতভোরে,
চিবুক বেয়ে ঝড় নেমে যায় রোজ,
বিচ্ছিরি এক একগুঁয়েমি জেদে,
শাড়ির ভাজে রোদকুয়াশার খোঁজ।
কোঁকড়া চুলের মেঘলা মতোন জটে,
জল নেমে যায় বৃষ্টি ফোঁটার মতো;
জলের ছাটে ভিজলো বেকসুর,
মনখারাপের গুমোট যতো ক্ষত।
তার নামে রোজ আকাশ এঁকে রাখি,
অগোছালো, অবাধ্য সবচেয়ে,
আঙুল ডগায় ম্যাজিক পুষে রাখে,
খামখেয়ালি “বৃষ্টি” নামের মেয়ে