• Uncategorized
  • 0

কবিতায় মানস চক্রবর্ত্তী

পদ্মাবতী

ধুলোতে আমার চোখ ঢেকেছে
ধুলোতে আমার বুক
ধুলো সরিয়ে দেখতে পেলাম পদ্মাবতীর মুখ
অনেকদিন পরে পেলাম পদ্মাবতীর দেখা
আগুনরাঙা ফাগুন গেছে , শীতকাতুরে দিন
এখনো কেন পদ্মাবতী নিরব , নিঝুম- একা !
এখনো কি ভাবছে বসে ? নিচ্ছে সময় ?
কথা কি ছিল জটিল কিছু ?
এবার তবে কথা মানো , কথা রাখো |
পদ্মাবতী পদ্মাবতী আমার কথা ছাড়ো
যে কথাটা দিয়েছিলে দ্বারকেশ্বর জানে
ঘর হবে , বর হবে – এখন কেন পর হবো ?
” পরে হবে ” – ভেসেই যাক
বাতাস ফুঁয়ে উড়ে যাক
” ধৈর্য ধরো ” – মানব না
কয়েক বছর থামব না
এবার তোমায় গাইতে হবে তোমার নিজের গান
পুরানো কথা , পুরানো সুর নতুন ভাবনায় |
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।