কবিতায় মনীষা মুখোপাধ্যায়
মধুজা সেন, প্রিয়জনেসু,
মনীষা মুখোপাধ্যায়
সব ধাঁধার উত্তর পেয়ে গেলে জীবন একদম সাদামাঠা, সফেদ।
বুঝলে মধুজা!
এমন এক সাদাসিধে রাস্তায়
কত গোপন বল্লম, উন্মুক্ত তরবারি, লুকনো বুলেট,ঈর্ষা,
প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অচেনা শত্রুর ছোরা
চুপ করে শুয়ে আছে দেখো
সে সব ডিঙিয়ে, পেরিয়ে, লাফিয়ে
প্রাণপণ ছুটে চলেছি খুব
আবির-গুলাল কখনও
এ রাস্তায় ছড়ানো থাকে না
তবু পথের বাঁকে ও কে দাঁড়িয়ে থাকে মধুজা!
খড়খড়ি থেকে শহরের বুকে সন্ধে নামা দেখার মতো যার রূপ।
চোখে চোখ পড়লে মনে হয়,
এ পোড়া শহরে সিন্ধুবারোয়াঁ বেজে উঠবে বেমক্কা
ওই ছেলেটিকে ডেকো এক দিন। বোলো,
সব ধাঁধার জবাব জানা হয়ে গেলে
উদাসীনতা আর হঠকারিতা বন্ধু হয়ে যায়।
যে কোনও সন্ধেয় আমি ওর সঙ্গে পালাব ঠিক।