অন্ধকার আরও কিছু ঘন হোক
সরাসরি আমরা ঢুকে পড়বো ছবির ভেতর
আলো জ্বলার আগেই তীক্ষ্ণ ফলার মতো
রাত্রির ঠোঁট ঘেঁষে ছুটে যাবে আর্তনাদ আর
গরম লাল শব্দে পুড়ে উঠবে চাঁদের উল্টোপিঠ
খন্ড দৃশ্য তৈরি হবে দর্শক ছাড়াই
এই যেমন উপুড় রাত নিয়ে কোনও সমস্যা নেই
লেন্স কাঁধে হাওয়াও ঘুরে যাবে বারবার
শুধু গাঢ় ক্লোজআপের এইরাত,মাঝরাত..
নোংরা পুকুরে স্থির ভেসে উঠবে একা
ঠাণ্ডা আর কড়কড়ে হয়ে ওঠে কালো ফিল্মের রাস্তায়
ভাঙা চাঁদ আলো কমিয়ে আনে নিয়ম মেনেই
ক্যানবন্দী হবার আগেই গোটানো রিল দ্যাখে
জলের আয়তক্ষেত্র জুড়ে
শুধু পূর্ণ দৈর্ঘ্য রাত্রি ছলকায়…