কবিতায় বিশ্বজিৎ দেব
ঘুমঘুম নদী
ঘুমের পোশাক পরে এসেছে নদীটি
কটিবন্ধে চর,ছিটমহলের বালি..
গীট দিয়ে আঁটা নীলাকাশ ফাঁকি
সাঁকোটি বুকের ওপর
নড়বড়ে হাড়ের কেয়ারী….
পোশাকের ঘুমঘুমগুলি ভাঙাপাড়
অববাহিকার ঋনী, বিমর্ষ জলের
অসুখে জড়ানো শ্যাওলার গ্রাম
ছোপ ছোপ আড়ষ্ট কলোনি
নুড়ি ফেলে ফেলে ভাটিদেশ খুঁজে
জুড়িয়ে নিতে এসেছে সে
আমার মতোই তাঁর ভাঙনের শ্বাস
স্লিপিং পিলের ভাটিয়ালি ..