কবিতায় বিকাশ দাস (বিল্টু )
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
এ পথ যদি থমকে যায়
এই চলার পথে হঠাৎ থমকে যায় যদি জীবন!
এই গতিময় জীবনের সাথে হঠাৎ সব গ্রাস করে নেয় যদি মাটি;
কতিপয় সুপ্ত বাসনা তুমি পাঁজরে জমা রেখেছো –
জীবনখাতার হালখাতার হিসাব এখনও এলোমেলো
তবুও …
উৎফুল্লতা কিংবা হাসি –
নতুবা,
কষ্ট…
নির্জনতার নিথর দেওয়ালে নীরবে অব্যক্ত যন্ত্রণার জাল বুনবে
গন্ডীই তোমার ঘর, সংসার…
আমরা সবাই মায়াবী ;মায়ার বিনি সুতোয় আবদ্ধ….
তবুও কার লাটাই কবে যে ফুরাবে
বড্ড কান্না পায় তখন,
কি দিলাম আমার আমিকে !!