কবিতায় বিকাশ গায়েন
আনমনা
আজ এত বছর পর
টুকরো কাগজ বৈতো কিছু নয় ।
সুগন্ধি মাখাপৃষ্ঠার যেসব অক্ষর
একদিন কত হাস্নুহানা বকুল গোলাপ ঝরাতো,
মুঠোর কস্তুরিতে
পাগল করে রাখত সকাল বিকেল সন্ধ্যে রাত্রি
সারাটা সময়—-
চাল থেকে বেছে তোলা মরা মাছির বেশি
ভাবতেও মন চায়না সেগুলিকে আর ।
সম্পূর্ণ মুছে যাবার আগের ধূসরতা
ধ্বংস হয়ে যাবার আগের ভেঙে পড়া
অবলুপ্তির আগের ক্ষয়ে যাওয়ার চূড়ান্ত পর্বে
দাঁড়িয়ে শেষ বারের মত ছুঁয়ে দেখছ
প্রাণ ফেরে কিনা।
ছিঁড়ে কুচিকুচি করে শূন্যে উড়িয়ে দেবার সময়টুকুতেই
ভাস্বর তারাটির নাম অন্যমনস্কতা।