যদিও যায়নি রাত,তবু জানি ,সব চলে যাবে ।
সমস্ত স্মৃতি জুড়ে শুধু থেকে যাবে মধুযাম।
টুকরো জোৎস্না সব বিঁধে যাবে ভেতর অঞ্চলে। বাকিটুকু জড়ো করে পুড়িয়ে ফেলব সব সময়ের আঁচে। তোমার সমস্ত শরীর ফুঁড়ে চলে যাব আমি। অন্তরের অন্তঃস্থলে । গভীরে। গোপনে।
আর আমার অন্তরতম স্হানে থেকে যেও তুমি। শরীরের সমগ্র লোহিতকণিকায় ।
এভাবেই থেকো যাতে, কোনো যাওয়াতেই তার প্রভাব না পড়ে ।