স্তব্ধ আকাশের গভীর আচ্ছন্নতার অঝোর বর্ষনে ,
যেখানে রবি ও মুখ লুকিয়েছে মেঘের কোলে;
ঠিক যেমন
বেলা শেষের ক্লান্ত মিঠে রোদ,
আস্তে আস্তে ঢোলে পড়ে গভীর অন্ধকারের মাদকতায়;
নেশায় আচ্ছন্ন হতে থাকে সমস্ত প্রকৃতি!
সেই নেশার গভীর মাদকতায়
তার কি সত্যি আমায় মনে পড়বেনা?
অথবা যদি হয়
ফিরতি পথের সেই চেনা গলির অচেনা অন্ধকার:
ক্লান্ত-ব্যস্ত দিনান্তে, কোমল শিশির ভেজা ঘাসের আলতো স্পর্শে!
তার কি সত্যি আমায় মনে পড়বেনা?
নাকি
সেও হাতছানি দেবে দূরের দিগন্তের দিকে!
আলো ও কালোর বিবাদের মাঝে;
যখন
পাখিরাও সব সীমানা পেরিয়ে পাড়ি দেয় দূর থেকে দূরের দিগন্তে!
সেও একই ভাবে মিলিয়ে যাবে এক মাদকতার থেকে আরেক মাদকতার দিকে।