• Uncategorized
  • 0

কবিতায় নীলাঞ্জন মুখোপাধ্যায়

জন্ম ১৯৬০ , শিশুকাল থেকে ছবি আঁকা , লেখা লেখা খেলা ... ক্লাস ফাইভে প্রথম প্রকাশ , বর্ধমানের স্থানীয় সংবাদ সাপ্তাহিকে ... ক্লাস সেভেন - এইট থেকে সিরিয়াসলি ... স্কুল পেরোবার আগেই কলকাতার লিটল ম্যাগাজিনে ১৯৭৮ এ আনন্দবাজারের আনন্দমেলায় , সেই প্রথম বৃহৎ ক্ষেত্রে । অমৃত সাপ্তাহিকে কবিতা ওই ৭৮ সালেই , বারো ক্লাস । দেশে , যখন ফার্স্ট ইয়ার । ১৯৮৪ এ প্রথম কাব্যগ্রন্থ , যাওয়া নেই , ফেরা নেই । তারপর এতদিনে ৯- ১০ টা , কিন্তু গদ্যের বইএর সংখ্যা কবিতা কে ছাড়িয়ে গেছে

১)

রেখে দিই তাকে চোখের মণিতে ।
অরাজনীতির যে পাটিগণিতে
পার্থপ্রতিম কাঞ্জিলালকে
বলে রাখি , দেখা করব কালকে

থাকে না কখনো সে কাল খেয়ালে
শহরতলির প্রাচীরে দেওয়ালে
মনে পড়ে , কত কালো স্টেনসিল
কাব্যচর্চা , হাতে পেনসিল

তাই কি আমার ঘুমের মধ্যে
মাতৃভাষার মুক্তগদ্যে
রয়ে গেল কার আকুল কান্না
রইব না আমি এ দেশে , আর না

এঁকে রাখি তাকে ধ্বনিতে , আখরে
তন্ত্রসভিলাষী শিশুরা যা করে —

২)

শঙ্খ ঘোষ , তা বেশ তো , ছিলেন । কেন যে এবার হর্ষ দত্ত !
খায়রু প্লেসের প্রান্তরে দেখি খোপ কেটে রাখা কিছুটা গর্ত ।
টিউবওয়েলটাও গর্তে রয়েছে। ডানদিকে, ছাদে ঘুরে তাকালাম—
দিগন্ত আর আকাশ সেদিকে , দেখবোই , যেন ছিল না শর্ত

বাথরুম আর শুখা কলপার , তার চেয়ে বেশি জিন্দাবাহার
আবছায়া ঘরে , যেন ঘুমঘোরে কিশোরী – বালিকা , শিশু দুটি বোন
সন্দেশ ওই দুজনেরই মুখে গুঁজে দিয়ে ভাবি ফিরব এবার
রহড়ায় । তার আগে টয়লেটে — দিদা চেঁচালেন , গেল কে এখন ?

বড়োদের দিকে মন নেই , শুধু ঘরবারান্দা দরজা দেখার
দারুণ আকুতি , মনে তো পড়ে না , এ কোলকাতায় আমি ছিনু একা !
কাজিনকুলের বোনেরা ঘুমোলে , বাথরুম যাওয়া প্রয়োজনীয় তো —
সম্পাদকীয় সংশোধনীতে , সুতরাং , সাথী হর্ষ দত্ত …

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।