কবিতায় দেবনাথ সুকান্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বেনাম
আজকাল রাস্তার অপমৃত্যুর সাথে নিজেকে মিলিয়ে নিয়েছি
তোমার ঈশ্বরের গায়ে লিখে এসেছি পাথর
কোনো জাজমেন্ট ডে নেই
অন্তহীন বৃত্যের উপর এক আবছা নেশার কাছে
ক্লান্তির অমিলগুলি বসে রয়েছে
ভঙ্গুর মেলবন্ধনে যেভাবে লীন আছে লুকোনো অক্টোপাস
ভোর আসে
ভারিদের হাতে তোলা জলে মেয়েগুলি গা ধুয়ে নেয়
তারপর আশ্চর্যের চাদরে দেখি ঘুম এসেছে
আমি এই সব মূক ও বধীর জীবনের পিঠে চাবুকের দাগ দেখেছি
হয়তো সে কাঁধেই কেটে যেত বাকি আয়ুটুকু, অবশ্য
ও পাড়ার মেয়েগুলো আজ রাতে ঘুমাতে চলে গেল
আগুনের মধ্যে ফেলে দিল টিপ, কুমকুম
ক্লান্ত অথচ জানি গত দাঙ্গায় আমাদের ভারি মারা গেছে