কবিতায় তুলসীদাস ভট্টাচার্য
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
শাপমুক্তি
ঈশ্বর নয়
আমার প্রার্থনা নির্জনতা
নিবিড় ছায়ার নিচে মায়ের আঁচল
নিবিড়ভাবে ছুঁয়ে থাকা জন্মকুন্ডলী
সময়ে সময়ে আমরা কেমন
সুবোধ বালকের মত চুপচাপ
বড়দের কথা শুনছি
রেগে গেলেও মাথা ঠান্ডা রাখছি
কাউকে অযথা গালি দিচ্ছি না
শামুকের সংবেদনশীলতা নিয়ে
খোলের ভেতর ঢুকিয়ে রাখছি
রাগ দ্বেষ বিরহ ও বিলাসিতা
প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাগুলিও
কি অদ্ভুতরকম ফাঁকা জনশূন্য যানহীন
হাতের তালু খুলে দেখে নিই আয়ুরেখা
আকাশে পাখির ওড়াওড়ি
পাতার মায়া কাটিয়ে কলামোচার আবির্ভাব
জানিয়ে দেয় পৃথিবীর শাপমুক্তি
নির্জনতার ভেতর যে অক্ষর সংলাপ
দীর্ঘ অনুরণন তোলে চেতনার মহীখাতে
পৃথিবীর গায়ে মেয়ে মানুষের আঁশটে গন্ধ
গর্ভনিরোধক রাতের সমাপ্তি ঘোষনা করে
মধ্যরাত্রিতে গির্জার ঘন্টাধ্বনি ঢং ঢং ঢং
নতুন সকালের দিকে শুরু আমাদের যাত্রা।