কবিতায় তাপসী লাহা
ভুলভুলাইয়া
ঝিকিমিকির গায়ে লিখে দিই তারাগত দুয়ার
কান পেতে নাগাল চাই,
এক অন্য সময়ের চরকায় সুতো কাটি কাটি বলেও
কাটেনা প্রহরোত্তর গুঞ্জন।
সুর চড়ানো কোকিলেরা ঘুমিয়ে পড়ে
সন্ধ্যাদ্বীপ জ্বলে ওঠে,অফুরন্তকালের সময়…
ঘুমিয়ে পড়া ঠাণ্ডাই বোতলের দামাল সোডা
নিথর মৃতুমিছিলের মধ্যেই জেগে উঠে একদিন
হাতের নাগাল বেয়ে খসে পড়ায়
আরেকবার রাত হই, দিনের সিড়ি ছেড়ে