কবিতায় জবা ভট্টাচার্য
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
হঠাৎ দেখা
হোলির দিনে হঠাৎ দেখা ,বছর কুড়ি পর
মুখোমুখি হয় স্তব্ধ দুটি মুখ
নীরবতা হয় বাঙ্ময় মুখর
দুজনেই চায় আবীরে রাঙানো সুখ।
হাজারো লোকের চোখের সামনে একা
আলতো আবীরে রাঙা হয় দুটি গাল
সিঁদুরের রঙ মুছতে পারেনি আজও
বিগত হোলির আবীরের সব লাল।
টলটলে চোখে ঝরতে না দেওয়া জলে
লেখা আছে স্মৃতি মনের অন্তরালে
একটুকু ছোঁয়া, এইটুকু কাছে পাওয়া
বলে গেল নয় সহজ হারিয়ে যাওয়া।
শিমুল পলাশে বসন্ত আসে, বসন্ত চলে যায়
কোনো সবুজ মনে অবুঝ রঙ ছড়ায়
কেউ নদীর বুকে বালির চরের মতো
নিঃস্ব হয়ে পূর্ণ হতে চায়।