কবিতায় চিরন্তন ব্যানার্জি
by
·
Published
· Updated
মরণ রে
তোমার দুহাত ধরে ভিজে যাব কাকজোছনায়
যেমন কুড়িয়ে আনা অন্ধকার আগুন পোহায়।
বারো ঘর এক উঠোন এজমালি ভেজা কলতলায়
আমার দুচোখ অলি ঘুরে মরে মাধবীলতায়।
পুরোনো শাড়ির পর্দা উড়ে যায় বাসন্তী হাওয়ায়
ধুলো পড়া আসবাবে স্যাঁতস্যাঁতে রোদ চমকায়,
এ জীবন এ মরন চুরি করে দৃষ্টি বিনিময়
একমনে কতবার কতভাবে ভালোবাসা যায়?
যে শরীর নিভে গেছে সন্ধ্যের সিঁড়ির তলায়,
সমুদ্রের সাধ্য কি চকমকি স্ফুলিঙ্গ জ্বালায়।
কোনো ভোর রাত হয় বুকচাপা গাঢ় ধোঁয়াশায়
রাইকিশোরীর কানে বাঁশি ডাকে রাগ মারবায়।
সবাই না, কেউ কেউ ভালোবেসে ঠিক মরে যায়।