হে আমার জোছনার সাদা
নরম হালকা ঠান্ডা,
আমার শব্দগুলি ঝরে পড়ুক তোমায় ঘিরে।
শেষ রাতের শিশিরের মত
মেঠো ইঁদুরের নীল মায়ায়
তোমার সবুজ পত্রসকল জমা হোক।
মর্মর মূর্তির গায়ে অপরাজিতা লতার মত
এই পাতাতেই লেখা এই সবুজ অক্ষর।
বাহু বল্লরী, কটি দেশ, গলা ও স্তন,
সমুদ্রের মত খাঁটি ভুরু,
শরতের মত মসৃন ঘাড়,
তৃণের ফলার মত ধারালো ঝকঝকে দাঁত।
তোমার শরীর কোন সুদূর সপ্তর্ষি মন্ডল
সবুজ নীলিমায়,
হালি শাখায় ঢাকা বৃক্ষ দেহ।
কোথাকার শরীরের সামান্য
ছোট ক্ষত নিয়ে মন তোলপাড়
রেখো না রেখোনা, আকাশে তাকিয়ে দেখ
পান্নার মত তারাদের উল্কি ।