কবিতায় গৌতম কুমার গুপ্ত by TechTouchTalk Admin · Published January 11, 2020 · Updated January 11, 2020 মাটি এখানেই তো ছায়া পড়েছিল আজও পড়েছে দ্যাখো ঘাসের হিম মুছে যাচ্ছে পায়ে পায়ে এ মাটি কবেকার চেনাজানা কাঁকর পাথর মৃত্তিকা দোঁয়াশে ফসলের গান মেঘের সেচজল আকাশের নীল বায়ুর অম্লজান সবই ছিল আছে এখনও থাকবে আরো ফতোয়া এসেছে ইথারে ইথারে অচেনা অজানা হবে নাকি মাটির ভূমিকা খুঁজে রাখি দলিল দস্তাবেজ পিতৃপুরুষ পরিচয় প্রমাণযোগ্য হলে টিকে যেতে পারি আরো কিছুদিন এই মাটির সৌগন্ধে ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love