কবিতায় গৌতম কুমার গুপ্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অব্যক্ত
চিৎকার উঠে আসে
ব্যথা নয়, চোখে ভেজে কান্না
গুমরে থাকে বুক
মনের এই পাথর ভাঙে না
হাতড়ে খুঁজি আদুরে চিবুক
চূমের নেশায় ঠোঁট
যদি মেলে স্পর্শগন্ধ
স্পৃশ্য হয়ে থাকি শরীরে আছে চোট
মৃতেরা হাত নাড়ে শুধু হায়
আমি তখন জীবন খুঁজতে যাই