কবিতায় কিশলয় গুপ্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ভাবছি এখন ভাবছি
ভাবতে গেলে অনেকটা হয় ক্ষতি
এক নজরে থমকে দিল সকল চলার গতি
ভাবতে গেলে অনেকটা লোকসান
পায়ের নীচে কাঁপছে গাইছে কে শোক গান
ভাবতে গেলে অনেকটা সুর ক্ষয়
আকাশ ধরা স্বপ্নটাতে কেউ তো চুর হয়
ভাবতে গেলে অনেকটা ক্ষণ যায়
কাদের বাড়ীর কাকতাড়ুয়া ফেলবো কী সংজ্ঞায়
ভাবতে গেলে অনেকটা রাত ভয়
রেখায় যদি কষ্ট লেখা সে কারো হাত নয়
ভাবতে গেলে অনেকটা পথ দূর
কেউ তো কোনদিন বলেনি চলেছো কদ্দূর
ভাবতে গেলে অনেকটা হয় ক্ষতি
বাক্য মাঝে ভুলে গেছি দিতে চিহ্ন,যতি