• Uncategorized
  • 0

কবিতায় কাজী জুবেরী মোস্তাক

কোথায় আছ এখন

এখন তুমি কোথায়?
বারান্দাতে?
দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে
পথ ঘাট সব ধুয়ে মুছে গেছে
কোথাও ধুলি কনা নেই লেগে ,
অথচ !
আমার দুচোখে এত বৃষ্টি ঝড়ে
তবুও বুকে চাপা কষ্ট গুলো
ধুয়েমুছে হয় নাকো একাকার ৷
এখন তুমি কোথায় ?
ছাদে ?
দেখো মুষলধারে বৃষ্টি শেষে
সাত রঙা রংধনু আকাশ কে
নববধূর সাজে সাজিয়েছে ,
অথচ !
বৃষ্টি শেষে আমার আকাশে
এখনো মেঘ জমে আছে
শুধু তুমি এলেনাকো বলে ৷

কোথায় তোর সুখ

ইদানিং বেওয়ারিশ স্বপ্নগুলো বড় জ্বালাতন করে
সাথে নির্দয় ঘুমের ঔষধ জুটছে আজ প্রতি প্রহরে ৷
তোকে না পাওয়ার কষ্টরা জেঁকে বসেছে বুক জুড়ে ,
জানি,জানি তুইও ভালো নেই আজ আমাকে ছেড়ে ৷
যে সুখের আশায় চলে গেলি আমার উঠোন ছেড়ে
সে সুখতো পারলিনা রাখতে ঐ কোমল হাতে ধরে৷
না,না আমি তোকে অভিশাপও দেইনি ভুল করে
তবুও প্রশ্ন জাগে কেনো সে সুখ নেই তোর মন্দিরে?
তোর চলে যাওয়া এক নাটকীয়তায় মোড় নিয়েছে
না পাওয়ার শোকগুলো আজ শক্তিতে রুপ নিয়েছে ,
মোটা মানিব্যাগ আর ভার্চুয়াল কার্ড অনেক অাছে
শুধু তোর না থাকাটাই পুর্ণতা পায়নি মনের মাঝে ৷
বিশ্বাস কর আজ আমার শুধু আফসোস একটাই
বিত্তের মাঝে যে সুখ খুঁজেছিলি সেই সুখ তোর নাই ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।