কবিতায় কাজী জুবেরী মোস্তাক
প্রেমহীন হৃদয়ের অপেক্ষায়
হৃদয়ের বন্দীশালায় বিদ্রোহের দামামা বাজছে
ভালোবাসা আজ অপেক্ষার আগুনে পুড়ছে
স্বপ্নগুলো সব আহত পাখির মতো
মনের খাঁচায় লুটেপুটে করে মরছে ৷
এই নিয়ে ১২টি বসন্ত পার হয়ে গেছে
বৃক্ষরাজি ক্ষরায় পুড়ে পুড়ে আজ
নতুন করে ভালোবাসার কুড়ি গজিয়েছে
বন্ধু বুঝি তুমি পথ হারিয়েছো মুখরোচক ভালবাসার ভীড়ে
তবুও আজ অবধি আছি আমি প্রেমহীন হৃদয়ের অপেক্ষাতে ৷