কবিতায় উজ্জ্বল সামন্ত
“আপন-পর”
যদি তারে ভালোই না বাসি
অভিমান হবে কিসের তরে
যদি তাকে বিশ্বাস ই না করি
বিশ্বাসঘাতক হবে সে কি পরিচয়ে !
যদি তারে পর ই ভাবি আত্মস্থ হয়ে
নিশ্চিন্তে মাথা রাখবে কার বুকে
ভালবাসার বাহুডোরে যদি বেঁধেই রাখি
হারিয়ে যাবে সে কেমনে দিয়ে ফাঁকি
যদি তারে পর ভাবি বিভোরে
তবে কেন সে আসবে রাত্রে স্বপ্নে
যদি তারে যৃণা ই করি
কেন ভিজবে বালিশ চোখের জলে
যদি তারে আপন ভাবি
মান অভিমানের খেলা তবে কার সঙ্গে
রাগ ভাঙ্গিয়ে চোখের জল মুছিয়ে
পর কি আপন হবে সব ভুলিয়ে ?