জন্ম ১লা এপ্রিল ১৯৯১ ৷ পড়াশোনার বিষয় ইংরাজি সাহিত্য ৷ পেশা শিক্ষকতা ৷ লেখালিখির সাথে নেশা ক্যুইজ ৷ ২০১৩ সালে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে আয়োজিত ' ন্যাশনাশ ইন্টিগ্রেশন ক্যাম্পে' পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করাটা জীবনের স্মরণীয় মুহূর্ত ৷ মাসিক কৃত্তিবাস, জলধি, দৈনিক স্বভূমি , সময়, কথাকৃতি প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয়েছে কবিতা ও আলোচনামুলক গদ্য ৷ কথাকৃতি প্রকাশনি থেকে প্রকাশিত হয়েছে ' এখানে শূন্যতা কথা বলে ' (২০১৯) , ' তিন বাই চারের ফ্রেম' (২০২০) নামের দুটি কাব্যগ্রন্থ ৷
রঙটা গেরুয়া ছিল
গেরুয়া যদি রক্তের পরিপূরক হয়
তবে আমি গেরুয়া,
আমার ভারতবর্ষের রঙ গেরুয়া ৷
মহারাষ্ট্রের অখ্যাত পলঘাটের মাটি
যখন রক্তে ভেসে যাচ্ছিল
কিছু কুকুরের উদ্ধত গর্জনের মধ্যেও
যে রঙটা তখন বারবার উঁকি দিচ্ছিল
তার নাম গেরুয়া ৷
কিছু মানুষ ভাড়ায় খাটে,
কিছু মোমবাতি নাম দেখে বের হয়
মৌন মিছিলে ৷
অথচ বিগত সাড়ে তিন হাজার বা তারও বেশি
সময় ধরে যে রঙটা ত্যাগের অন্য নাম
হয়ে উঠেছে সেটাও গেরুয়া ৷
গৌতম বুদ্ধকে পাশ কাটিয়ে
রক্তের পরিপূরক হয়ে ওঠা
জাতীয় পতাকার প্রথম রঙ,
ওরা তোমাকে বাঁচাতে পারলো না !