কবিতায় অভিজিৎ পালচৌধুরী
অপশন
“The only journey is the one within.”
Rainer Maria Rilke
তোমার কিউট চোখের
ড্রপডাউনে
অজস্র অপশনের পশরা
চাই কি বিকেলের মেঘমেদুর
বিরহী আকাশ
চাই কি কোপাই নদীর দুরন্ত বাঁক
আর জলফড়িং
চাই কি পাখির ডানায়
নেমে আসা ভোর
চাই কি নির্জন বনপথে
একাকী পথচলা
চাই কি নক্ষত্র রাতের
অপার বিস্ময় ..
আমার চোখের জানালায়
কোন ড্রপডাউন নেই
অপশন একটাই –
অনিঃশেষ অন্তর্দহন !