কবিতায় অনিন্দ্যকেতন গোস্বামী

আমার বাড়ি
যে শহরের ভাষ্য কেবল রাই
যে শহরের দরজাগুলো আঁটা,
যে শহরে মানুষ মন্ত্র শেখে
খেলার নামে গোল দেওয়া আর কাটা…
যে শহরে চোখের কোনে বালি
ছায়া লেখে একার মত মৃত্যু…
আপনজনের কাতরমুখো বাড়ি
সবকিছু আজ ভীষণরকম মিথ্যুক।
মোড়ের মাথায় ঠোটের চাবুক নিয়ে
যে শহরের উলঙ্গ রূপ ঢাকি,
এই শহরের ভ্রষ্ট কোনও পাড়ায়
নষ্ট গলির তেপান্তরে থাকি।