মেহেফিল -এ- শায়র অনিকেত সুর
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ছায়াসঙ্গম
ভোরের চোখের নিচে জমে আছে কালি
ঢুলুঢুলু পাতা, অনিকেত ঘুমগুলো
খেলা করে করোটির আধা জাগরণে
উড়ে চলে নিদ্রাদের কামগন্ধী ঠোঁট
চেনা দৃশ্যপথে কে যেন ধুম বাজায়
অচিনের মনমোহিনী মুগ্ধ সেতার!
খুলে যায় খুব ধীরে বন্য বীজপাতা
আমাদের আনন্দগুলোও ভিজে যায়
ক্রমাগত অচেনা অশ্রুর সুরে, তার
লীলাময় হাত নিপুণ শৃঙ্গারে নেমে
আসে, ঘুরে চলে বিবশ কালের দেহে
এইসব ছায়াসঙ্গমে প্রতিটি দিন
অরণ্য, পর্বতে, উড়ন্ত মেঘের পুঞ্জে
লিখে রাখে আমাদের গুপ্ত গল্পগাথা