এখানে থেকে চলে যাওয়ার সময় খেয়াল রেখো
কে কোথায় আছে
শিউলি আমার সব অসুখ নিয়ে গেছে
গোলাপ ফুটছে এখন চারিদিক আলো
এখান থেকে চলে যাওয়ার সময় খেয়াল রেখো কে কোথায় আছে ।
বিছানার চারপাশে জল জমেছে
আরামকেদারায় জমছে ঘুম
এখান থেকে চলে যাওয়ার সময় খেয়াল রেখো
কে কোথায় আছে ।
পারবো না ভুলতে তোমাকে
শহরের নীল চোখে আলো এসে পড়ে
ডুবন্ত ঘর …
এতো চিৎকার কেন চারিদিকে!
এখান থেকে চলে যাওয়ার সময় খেয়াল রেখো
কে কোথায় আছে ।
দরজায় টোকা দিচ্ছে কে
বাতাস বুঝি!
লোকাল ট্রেনের আওয়াজ থামছে না।
বৃষ্টিতে চোখ ধুয়ে যাচ্ছে
আঁকতে পারছি না তোমাকে
এখান থেকে চলে যাওয়ার সময় খেয়াল রেখো কে কোথায় আছে ।
তর্ক কোরোনা
তারারা রাগে জ্বলে উঠছে
উঠোনে বসে আছে একা গাছ
এবার চোখ মেলো
এখান থেকে চলে যাওয়ার সময় খেয়াল রেখো
কে কোথায় আছে…
পুরানো বান্ধবীর ছবি
ওড়নার গোলাপী রং চুঁইয়ে চুঁইয়ে পড়ছে
এতো বেপরোয়া কেন বে-খেয়াল ।
এখান থেকে চলে যাওয়ার সময় খেয়াল রেখো
কে কোথায় আছে ।
কতোদিন লেখোনি দীর্ঘ কবিতা
পার্কের ছোট্ট নদীর কাছে নিয়ে যাওনি আমাকে
বরফ গাছে ফুল ফুটছে
কেবিনের দরজা খোলা
এখান থেকে চলে যাওয়ার সময় খেয়াল রেখো
কে কোথায় আছে।