ওপার বাংলা – কবিতায় সরদার ফারুক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
লামডিং
অসুস্থ ছেলের কাঁধে ভর দিয়ে এসেছেন আশি বছরের
জমিরন বেওয়া
দিলীপ দাসের চোখে ঘোলা কাচ, সেখানেও জল জমে ওঠে
‘তালিকায় নাম আছে?’—এমন প্রশ্নের ভিড়ে
বাতাস কিছুটা ভারী
তর্জনী উঁচিয়ে কারা যেন বলে –‘তুমি তো বিদেশী!’
লামডিং জংশন, হাওরের ঢেউ– কিছুই তোমার নয়
ধানক্ষেত, দূরের পাহাড়, বিহু নাচ – কিছুই তোমার নয়
আবার কোথায় যেতে হবে, শুধু শকুনীরা জানে
ছবি
ছবিতে তোমার কাঁধে কার যেন হাত
কার হাত?
খোঁপায় গাঁদার ফুল, আনন্দিত মুখ
জুলাইয়ের অসহ্য গরমে
মানচিত্র ফুটে আছে বাহুর সন্ধিতে
ফটোগ্রাফারের ভুলে মাথা কাটা গেছে
শুধু বনমানুষের মতো
রোমশ থাবাটি দেখা যায়