উৎসব সংখ্যায় কবিতা – ফাল্গুনী দে
by
·
Published
· Updated
জাদুকথা
সিউড়ি কলকাতা দূরপাল্লায় চড়ে বসলেই
উইন্ডো সিটের ফুরফুরে হওয়ায় বয়স কমে যায়
শতক দশকের যাবতীয় দৈনিক ভার
আবহবিকারের মতো খসে পড়ে এদিক ওদিক
চৌকিদারের পোশাক ছিঁড়ে যায় পানাগড়ের জঙ্গলে
স্থাবর অস্থাবর ভেসে যায় অজয় নদীর জলে
যন্ত্রের হৃৎপিণ্ডের সাথে বনিবনা হয়না আর
রিংটোন বাজলেই রক্তচাপ কমে যাবে জানি
এখন শুধু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে
আন্দামান সমুদ্রের উত্তাল বুকে ডিঙ্গি পার
ওরা সবাই আমার জন্যে অপেক্ষা করছে
আমাকে জড়িয়ে নেবে নক্ষত্রের আলোয়
আমাকে স্পর্শ করবে অনন্ত মহারাত্রি
বিশ্বাস সহজ নাকি অবিশ্বাস কঠিন
সে তর্ক তোলা থাক। এখন বলো —
সমুদ্রের ভিতর ডুবসাঁতারে কতক্ষণ ডুবে থাকতে পারো ?