এই মা, যেও না গো বাপের বাড়ি চলে
পরীক্ষার ডেট পড়েছে নভেম্বরের কোলে।
মা বলেন শোনো বাবা, যদি বুদ্ধি থাকে ঘটে
চারটে দিন না থাকলে হবেনা ক্ষতি মোটে।
ছেলে তাকায় করুন চোখে ভোলাবাবার দিকে,
কেমন করে আটকানো যায় তার দূর্গা মা কে।
শান্ত যোগী তাকিয়ে বলেন বৃদ্ধ স্বামী আমি,
আমায় ফেলে চলে যাবে কেমন করে মানি?
কটমটিয়ে তাকান সতী, বৃদ্ধ পতির দিকে,
ক্ষতি তোমার হবেনাকো চারটে দিনের শোকে।
ঘরে দুটো বড়ো মেয়ে, সামলে নেবে ঘর
কাজকর্ম না শিখলে পাবে ভালো বর?
প্রতিবারই যাইগো আমি একটি বছর পরে
আমায় দেখে মর্তবাসীর আনন্দ না ধরে।
পারলাম না রাখতে কথা, দেবাদিদেব সরি
পাটনি যেথায় বসে আছে সাজিয়ে আমার তরী।
চলে গেলেন মা দূর্গা বাড়িয়ে নিজের গতি
গিয়ে দেখেন নাওয়ে বসে, কার্তিক, গণেশ, লক্ষী, সরস্বতী।
রেগে বললেন তোরা হেথায় বসে আছিস ভারি!
সমস্বরে সবাই বলে, যাচ্ছি মাগো তোমার বাপের বাড়ি।
চারটে দিন কাটিয়ে দেবো উৎসব এরই মাঝে
আকাশে বাতাসে চারিদিকে আগমনী বাজে।