ইন্দিরা ব্যানার্জীর কবিতা by TechTouch Talk · Published August 24, 2019 · Updated August 24, 2019 বারাসতে বসবাস। পেশায় ভূগোলের শিক্ষিকা। বই পড়ার নেশা খুব। তার পাশাপাশি চলে নিয়মিত লেখালেখি। লিটিল ম্যাগাজিনে এক পরিচিত নাম ইন্দিরা ব্যানার্জী। এক জন্মেঠিক যেখানে পথ শেষ, সেখান থেকেই খোঁজের শুরু;নতুনত্ব-বৈচিত্র-রোমাঞ্চ না কি এক বুক হাহাকারগুলিয়ে যায় ভাবনারা, যারা আশৈশব দু’য়ে দু’য়ে চার হবার সুযোগে বঞ্চিত;কখন কখন প্রতিবাদে নীরবও থাকা যায়, সে বোধদয়ে খসে যায় বাকলের পর বাকলজন্মান্তরের লোভ এক জন্মে;অসম্ভব বলে কোন শব্দ না কি ডিক্সনারীতে নেই, তবে তা সরলের না কি কুটিলের; জানা নেই, জানা নেই…Spread the love