অমলের আর শরীর খারাপ হয় না…
সে এখন
রোদ্দুরের দেশে…
তোমার কাছে…
আলো বিলিয়ে বিলিয়ে নন্দিনী
শান্ত আর ক্লান্ত…
সমস্ত পৃথিবী এখন যক্ষপুরী..
তাই সবকিছু মেনে নিয়েছে সে…..
সব কিছু…
যদিও রক্ত করবীর মালার প্রতি রাজার
এখনও লোভ…
রঞ্জন এখনো প্রতিদ্বন্দী…
কারন জালের আড়ালে তাকে থাকতেই
হয় এখনো….
রঞ্জন হতে পারে না…
তোমার খোলা হাওয়া প্রাণে লাগানোর
সময় কারো নেই… সবাই যক্ষ পুরীতে
সোনা খুঁজে চলেছে অবিরত…
রঞ্জন এখন টিটকারির পাত্র…
নন্দিনী সব বুঝেও চুপ করে থাকে….
তার কিছু করার নেই…
হাত পা বেঁধে দিয়েছে…
রাজা….
যদিও মনে প্রাণে বিশ্বাস করে সে…
উলঙ্গের কোনো পরিচয় নেই…
বানিয়ে তোলা কাপড়ে কেউ রাজা
কেউ ফকির কেউ ভিখারি….