“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় চন্দ্র শেখর ভট্টাচার্য
by
·
Published
· Updated
তাদেরই মতো কবি
যারা কাব্য লিখতে ভালোবাসে
আমি তাদেরই মতো কবি
কল্পনাকে জড়িয়ে ধরে বাঁচতে পারি
স্বপ্নলোকে এক এক হাটতে পারি
যারা নিজের মনে হারিয়ে যেতে পারে
আমি তাদেরই মতো কবি
যারা হৃদয়টাকে খোলামকুচি ভেবে
ফেলতে পারে য্খন তখন ছুঁড়ে
ফুসফুসেতে লিখতে বসে কাব্য
কলমটাকে তুলির মতো ভেবে
আকঁতে পারে ভালোবাসার ছবি
আমি তাদেরই মতো কবি।
যারা দিনের বেলা চোখ বুজিয়ে থাকে
চোখের পাতা অন্ধকারে খোলে
পেঁচার মত খুঁজতে থাকে আশা
ধানের শিসে, নয়তো মাটির তলে
যারা কল্পনাকেই বাসতে পারে ভালো
কল্পনাতেই বাঁচে আবার মরে
আমি তাদেরই মতো কবি
আজ পঁচিশে বৈশাখ, আজ বন্দনার দিন
বিশ্বকবি রবীন্দ্রনাথ আজ তোমার জন্মদিন
যারা শূন্য থেকে শুরু করে শূন্যতেই শেষ
তোমার মত নাই বা হলাম আমি
আমি তাদেরই মত কবি ।