“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় সৌম্যজিৎ আচার্য
by
·
Published
· Updated
তোমার আমার গল্পের মাঝে
তোমার আমার গল্পের মাঝে রবিবাবু হেঁটে যান
যেভাবে যশোর রোড হেঁটে যাচ্ছে মহাবিশ্বের দিকে
তুমি বনসাই গ্যালারি খোঁজো
আর আমি অতলান্ত ছায়া
ডেকে ওঠে হাঁস
ঝেড়ে ফেলে রুটিন পালক
আমাদের ঘুমে কারা যেন মোমবাতি জ্বেলে যায়
আমাদের গল্পে মিশে যায় সুনিপুণ ভুল
দেয়ালে দেয়ালে তুমি এঁকে রাখো টিপ
রাতে ওরা তারার মতো জ্বলে
সে আলোয় দেখি,লাল মাটি উড়িয়ে
চলে যাচ্ছে রাত
সাইকেলে সাইকেলে বসন্ত রঙা চাঁদ
জ্বলে আছে নদীটার পাশে
ও নদীর নাম কি কোপাই?
নাকি ভোর হতে চাওয়া কোনও মেয়ে?
তুমি চুল সরিয়ে দাও চাঁদের
নদী বলে, আমার ঢেউ সরাবে না?
ঢেউ সরাতে জীবন লেগে যায়…
ছাতিম বাগান নেই,
রবিবাবু ফুটে থাকেন বারান্দায়, টেবিলে
যেভাবে সেনা ছাউনিতে ফোটে টিউলিপ ফুল…
তোমার আমার গল্পের মাঝে রবিবাবু হেঁটে যান
যেভাবে যশোর রোড হেঁটে যাচ্ছে ভালবাসার দিকে…