একটা আস্ত মানব জীবনকে মেনেছি সভ্যতা।
আর কি ই বা হতো এছাড়া এ নাম?
সময়ের প্রত্যেক অধ্যায়ে খুঁজে পাবে প্রাসঙ্গিকতা।
হিমালয় থেকে প্রশান্ত পেরিয়ে আসে কত কত সেলাম।
কোন কুটিরে তুমি নেবে আশ্রয়?
নিজের বিচারে বেছে নাও লাল মাটির পথ হেঁটে।
এক বৈচিত্র্য জীবন যা রেখে গেছে, তা পৃথিবীর সঞ্চয়।
কত শিল্পী আশ্রয় নেয় ভালোবেসে কিংবা সংকটে।
এ সভ্যতাই রাজা নেই, প্রজা নেই। নেই শোষণ।
তুমি দখলের ভাষা শিখোনা। জল,মাটি, বাতাস,আলো সবই এ পৃথিবীর।
বরং রঙ,তুলি,জলে রাঙাও মন।
যুক্তি শেখো,যুক্তিহীনদের এড়াও ভীড়।
আজ ২৫শে বৈশাখ। আজ তবে জন্মদিনের পায়েসের কথা।
পড়ে দ্যাখো,ঘুরে দ্যাখো। রবীন্দ্রনাথ কি আশ্চর্য, বিস্ময় সভ্যতা।