“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় আবদুস সালাম
by
·
Published
· Updated
আমার ঈশ্বর
আবেগ হুড়মুড়িয়ে জড়ো হয়েছে আমাদের ঘরে
প্রেমের ঘন্টা বাজছে পাড়ায় পাড়ায়
প্রেমের চাদরে ঢেকে গ্যাছে গর্বিত পদচারণ
চেতনার রঙে রঙিন হয়েছে পৃথিবীর ঋতু
পৃথিবীর যতো প্রেম অজান্তেই জড়ো হয়েছে তোমার দরজায়
নবনব দীক্ষায় মাতিয়েছো প্রেমের শাব্দিক উঠোন
গঙ্গার স্নিগ্ধ জলে মিশিয়েছো লালমাটির রুক্ষতা
আর অপরুপ রঙে মনের মাধুরী
সাহিত্যের প্রত্যেক আঙ্গিনায় নেচেছে ময়ূর
জলের বন্দরে বন্দরে নেচেছে প্রেমকুমার
দেহ খুলে উড়িয়ে দিয়েছো মরমী কথা
মোহময় সঙ্গীতের মূর্ছনায় মাতিয়েছো ফুলেদের জলসা ঘর
নদীর চাতালে চাতালে বুনেছ বসন্তের বীজ
অস্তিত্বের মহান কারিগর তুমি
আমার কাছে তাই তুমি ঈশ্বর