“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় জয়ন্ত চট্টোপাধ্যায়
by
·
Published
· Updated
রাবীন্দ্রিক – ৩
আস্তীর্ণ দিগন্তে আকাশের দিকে যত চোখ
অনন্য সুরভি এক ঘিরেছে পাকে নন্দনের চিরপারিজাত
পর্দার নীলে ফোটে এক-একটি নক্ষত্র গ্রহ বা অজানা জ্যোতিষ্ক
জ্বলে ওঠে বহুরং আলো হাজার রামধনুর তরঙ্গে ভর
ভেসে যাই ভেসে যেতে হয় কবির সৃজনবনে বিবিধ সুগন্ধ
অজান্তে টেনে নেয় অয়স্কান্ত সুখ …….. তিনি যে রবি।
পুরোনো মননগুলি ছত্রখান হাবুডুবু সাগরের অপার মাধুর্যে
ক্রীড়নক জানে না সময় …… ঘুম যায় আবেগনতুন
জিয়নকাঠিটি জানে প্রাণের ঠিকানা উদ্ভ্রান্তির বিবর্তন
শান্ত চোখে শুচিস্নানে চিনে নেয় বিষাদদীর্ণ হাসিমুখ
অপ্রতিম সৃজন দেবতা রবীন্দ্রনাথ।
তাঁর কাছে রিক্ত হই পূর্ণ হই ঋদ্ধ হই গেয়ে উঠি সূর্যস্তব…..
সবুজপাতার ফাঁকে জাফরানি আলো ….. লুকোনো কোকিল ডাকে।