সাহিত্য আলোকে রবীন্দ্রনাথ
বাংলা সাহিত্যের আধুনিকতা স্রোত মধুসূদন দত্তের সময় থেকেই বর্তমান ,যা রবীন্দ্রনাথের সময় বাঁক নেয় ।তিনি সেতু বন্ধন করেন।সেটাই কারন হয়ে দাঁড়ায় কবিতার পূর্ব রাগের পরবর্তী তে জীবনানন্দর সময় থেকেই শুরু হয় পোস্টমরডানিসম যুগ যদিও সমসাময়িক উত্তর সাধক বুদ্ধদেব বসু র থেকেই শুরু ।
রবীন্দ্র প্রচলিত কাব্য ধারার থেকে বেরিয়ে যে নতুন ঘরানার সৃষ্টি করলেন কল্লোল যুগে র লেখক রা তাকে আরো প্রগতি শীল করলেন বর্তমান লেখকরা যদিও রথীন্দ্রনাথ চিরকাল ই তাদের আশ্রয় স্থল
দার্শনিক যদিও যুক্তির দাবি অগ্রাহ্য করতে পারেনা তবু তাঁর চিন্তা ধারা মাঝের মাঝে এমন স্থানে পৌছে যায় যেখানে যেখানে তাকে নির্ভর করতে হয় যৌক্তিক মৌলিকতার উপর।
এ কারনেই coleridge বলেছেন No man is a great poet without being a philosopher at a same time .
সমগ্র আধুনিক কবিতা য় কিংবা রবীন্দ্রনাথের গান ও সাহিত্য কর্ম পাঠক নিশ্চয়ই হতাশ হবেন বলে আমার মনে হয়
আধুনিক সাহিত্যিক রা সমাজ নিয়ে সচেতন ও অভিভূত
আমার মনে হয় রবীন্দ্রনাথের নারী চরিত্র নিয়ে চিরকাল মাওবাদী
Yeats ও বলেছেন
The rhetorian would deceive his neighbours.
আধুনিকতা ও অমঙ্গল চিরকাল রবীন্দ্রনাথের রচনায় সংকুচিত ও প্রসারিত হয়েছে।
রবীন্দ্র সাহিত্য নীতি যতুদুর মনে হয় স্বভাবতই বৃত্তির প্রকাশ ।আমরা যে স্তরে বাস করি সবই আমি তে কেন্দ্রীভূত সকল মানুষ হিতার্থে চারপাশে ঘুরেছ ।
বাঙালীর কাছে রবীন্দ্রনাথ সেই স্ফটিক যা ছেলেবেলা থেকে আমৃত্যু পথ দেখিয়ে নিয়ে যাবে।