আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ সংখ্যায় প্রাপ্তি সেনগুপ্ত
by
·
Published
· Updated
আমার একুশ
ভাগ্যিস মায়ের মতো আগলে রেখেছিলে চিরটাকাল…
তুমি আছো বলেই কতো সহজে বলে ফেলতে পারি ভালোবাসি,তুমি হাতটা না ধরলে কতো অভিমান বুকে জমিয়ে পাথর করে ফেলতাম!
আজকের দিনে শুধু ঋণের বোঝাটার কথা মনে করে নিই একবার,
জানি তো শোধ হবেনা কোনো জন্মেই!!!