• Uncategorized
  • 0

আইনস্টাইন,২৭ সেপ্টেম্বর এবং ই ইকুয়াল টু এম সি স্কোয়ার

একটা পেটেন্ট অফিসে সামান্য কাজ করতেন। এইরকম সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটা গবেষণা পত্র প্রকাশ করে দুনিয়াকে চমকে দিলেন। সেটা ১৯০৫ সাল। পত্রিকার নাম Annalen der Physik। গবেষণা পত্রটির নাম Does the Inertia of a Body depend Upon its Energy Content?
এই ১৯০৫ এই ওই জার্নালে চার চারটি গবেষণা পত্র প্রকাশ করেন তিনি।
প্রথমটিতে ফোটো ইলেকট্রিক এফেক্ট বুঝিয়েছিলেন। দ্বিতীয়টিতে অ্যাটম বা পরমাণুর অস্তিত্বের বিষয়ে এক্সপেরিমেন্টাল প্রমাণ দিলেন। তৃতীয়টিতে লিখেছেন বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে। চতুর্থটিতে শক্তি ও ভরের সম্পর্ক বিন‍্যাস দেখালেন তিনি। অর্থাৎ ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। এটি বেরিয়েছে ২৭ সেপ্টেম্বর তারিখে।
১৯০৫ সালে তাঁকে এইরকম দেখাত

লিখেছেন – মৃদুল শ্রীমানী

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।