• Uncategorized
  • 0

অবরুদ্ধ সময়ের কবিতায় শান্তনু মনির

হাতহদাই

গলির রাস্তাঘাট ঠিক যেমন ছিল তেমন আছে
ভোরে সূর্য ওঠে, রাতে হাজার তারার চকমকানি
মা আমারে একই রকম ভাবে ডাকে
ও ফুঁত হাইতো আয়, না পালটাইছে ভাষা না অনুভুতি
প্রতিদিনের মত চেনা জানা শার্ট প্যান্ট পরি
আরাম নিই
চেনা ব্রান্ডের, চেনা স্বজন , চেনা সবকিছুতেই নিজেরে ফিইরা পাই
অদ্ভুত লাগে, মনডা চাই, হাজার বছর বাঁইচা থাকি
হগ্গলের লগে, হাজার বছর
শরীর আত্মার মতন মিলে মিশে
একাকার হয়ে যায়,
লয় হইয়া যাই অদৃশ্যে, শরীর মাড়িয়ে অমর হই।
অদ্ভুত অনুভুতি, সময় মুহূর্তে ভাগ কইরা লন যায়
চিনন যাই, জানন যাই, নিজের আলাদা কইরা
সবুজ পাওন যায় নিজের মধ্য নিজের মতন কইরা।
তবু একদিন ঝড় আসে
খইসা পড়ে গাছের পাতা
অঝর ধারায় আসমানের চোখ ভাইসা যায়
অচেনা হইয়া যাই নিজের।
তারপর হঠাৎ দেখি
বাগানে একদিন গোলাপ ফুটেছে
প্রজাপতি উইড়া বেড়ায়তাছে বাগান জুইড়া
আমার ভেতর তোমারে খুব পাই
লাঠি মোছা ছাড়াই জমিনে নাইমা পড়ি।
সময় পার হইলে মেঘ কেটে যায়
সবুজের কোলে পিট পাইতা
সূর্য টারে বুকের উপর ঘুম পারাই।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।