অনুবাদে সোমনাথ বেনিয়া
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বিরতির অনুবাদ পূর্ণচ্ছেদ, কমা অনুবাদে পথের বাঁক
পায়ের তলা অভিধান, হোঁচটবৃত্তান্ত পাঠের প্রথম ভাগ
প্রশ্নে আমল দিলে কিলবিলিয়ে আসে উত্তরমালা
সহজ শর্তে জাগে বোধ, বোধের আলপথে সন্ন্যাসী মন
ইচ্ছেডানার উপর সমস্ত অভিপ্রায় আকাশের নীলপর্যায়
দৃষ্টিতে উন্মুক্ত বালুচর, ভাঙা ঝিনুকের ঠোকাঠুকি আখ্যান
অজানা অভিঘাতে দীর্ঘশ্বাসে তোতলা বিষয়ক সংশয়
হয়ত প্রিয় রঙ ভুলেছে প্রথামাফিক পছন্দের নির্জনতা
কত কথা গাছের কোটর, বলয়রেখায় ঋতু অমনিবাস
নিজের আয়ুর কাছে নতজানু, রক্ত-মাংসে আলোচনা
হৃদয়ের ফর্দনামায় মুহূর্তের ব্যাকরণ, গুপ্ত সন্ধি-সমাস
ঘুমের ভিতর স্বপ্নের ঢালু পাদদেশ, প্রশ্নবোধক স্নায়ুবিন্যাস
গর্ভবতী সময়, আগত অপত্যের কাছে মন নীলকন্ঠ পাখি