হঠাৎ করে ফোনটা এল!অপেক্ষায় ছিল রাকা,চুপচাপ…মনে মনে কিছু অভিমান পুষে রাখা ছাড়া আর বিশেষ কিছু ছিল না!ফোনটা পেয়ে মিনিট দুয়েকের নীরবতা!
তারপর একটা শব্দ…বল!ওপার তবুও চুপ…অথচ এই গলাটা একবার শোনার জন্য কত রাত নিশব্দে কেঁদেছে রাকা!
হাত চলে গেছে সেই চেনা নামটায়…তবুও ফোনটা করে নি সে!পুরো তিনমাস হ্যাঁ,তিনমাস বারোদিন পরে ঐ নম্বরটা রাকার মুঠোফোনের স্ক্রিনে!!
বলো…চুপ কেন!ওপার থেকে কয়েক সেকেন্ডের নীরবতার পর,একটা যন্ত্রবৎ কন্ঠস্বর…
মিসেস রাকা মিত্র?
এবার কিছুটা থতমত রাকা,বুক ধুকপুকও সাথে!
ইয়েস স্পিকিং…
তারপর দুমিনিট আর একটাও শব্দ ফোটেনি রাকার ঠোঁটে!
ফোনটা কাটার পর,একটা লাইনই মনে পড়ছে শুধু,এবার ফিরলে রান্নাটা আমিই করবো!
রাকা ফোন রেখে সোজা রান্নাঘরে,আর ড্রইংরুমের টি.ভি থেকে ভেসে আসছে ব্রেকিং নিউজ…
গতকাল ভোর রাতে,কাশ্মীরের অন্ততনাগে আতঙ্কবাদীরগুলি নিহত হয়েছেন ভারতীয় সেনা অফিসার মেজর শৌর্য মিত্র!!!